, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতে পালানোর সময় সীমান্ত থেকে জেলা আ.লীগ সভাপতি আটক

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ০৩:০৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ০৩:০৬:৫৭ অপরাহ্ন
ভারতে পালানোর সময় সীমান্ত থেকে জেলা আ.লীগ সভাপতি আটক
এবার ভারতের পালানোর সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে (৬৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার বিবির বাজার সীমান্ত থেকে শাহাবুদ্দিন আহমেদকে আটক করা হয়।

এদিকে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় জানানো হয়, বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা নামে একজন বাংলাদেশি নাগরিক সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে শাহাবুদ্দিন আহমেদ ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন