, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


প্রতিপক্ষকে ১০-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০৬:৪৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০৬:৪৯:২৮ অপরাহ্ন
প্রতিপক্ষকে ১০-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
এবার উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের অংশগ্রহণে জমজমাট আসর শুরু হয়েছে টুর্নামেন্টটির। শনিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় কিউবার মুখোমুখি হয় শক্তিশালী ব্রাজিল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কিউবাকে ১০-০ গোলে হারায় ব্রাজিলের ফুটসাল জাতীয় দল।

 গ্রুপ ‘বি’ তে ব্রাজিল, কিউবা ছাড়াও আরও রয়েছে থাইল্যান্ড ও ক্রোয়েশিয়া। একই দুই মাঠে নেমেছিল ‘বি’ গ্রুপের বাকি দুই দল। ম্যাচটিতে ক্রোয়েশিয়া ২-১ গোলে হারায় থাইল্যান্ড। শনিবার উজবেকিস্তানের বুখারা ইউনিভার্সাল স্পোর্টস কমপ্লেক্স ম্যাচের শুরু থেকেই গোলের উপরে থাকে ব্রাজিল।

ব্রাজিলের দুই তারকা পান হ্যাটট্রিকের দেখাও। তারা হলেন মার্সেল ও মারলন। দুই জনেই তিনটি করে গোল করেন। এছাড়া নেগুইনহো, ফেলিপ ভ্যালেরিও, পিটো এবং আর্থার একটি করে গোল করেন। একই ভেন্যুতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত আটটায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ খেলা ২০ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিপক্ষে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দল শেষ ষোলোতে খেলবে। ২৬ সেপ্টেম্ব থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।
সর্বশেষ সংবাদ