, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়, শনিবার বোনাস পাচ্ছেন টাইগাররা

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ০৪:৩৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৪ ০৪:৩৯:৩০ অপরাহ্ন
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়, শনিবার বোনাস পাচ্ছেন টাইগাররা
এবার টেস্ট সিরিজে নিজেদের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়েছেন নাজমুল হোসেন শান্তরা। এতে ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিকেটারদের হাতে এই অর্থ তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

রীতি অনুযায়ী, প্রতিটি সিরিজি জয়ের ফলের ওপর জাতীয় দলকে বোনাস দেয় বিসিবি। এক টেস্ট, এক ওয়ানডে ও এক টি-টোয়েন্টি জয়ের জন্য এক রকম অর্থ বোনাস দেওয়া হয়।

তবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয় এবং ধবলধোলাইয়ের জন্য বড় অংকের বোনাস দেওয়া হয়। এবার পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে যথাক্রমে ১০ ও ৬ উইকেটে জেতায় বাংলাদেশ দল ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পাচ্ছে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান