, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন সাবেক বিচারপতি মানিক

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০৭:৩৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০৭:৩৮:১২ অপরাহ্ন
হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন সাবেক বিচারপতি মানিক
এবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আজ বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর দুপুরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। হাসপাতালের অধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্তী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, সাবেক এই বিচারপতি বর্তমানে অনেকটাই সুস্থ। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। স্ক্রোটাল ইনজুরির (অণ্ডকোষে আঘাত) অস্ত্রোপচারের পর তার ঘা শুকিয়েছে। ফলে সার্বিক পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড তাকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়। হাসপাতাল থেকে তাকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

এর আগে গত ২৩ আগস্ট রাতে ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ২৪ আগস্ট তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১০ এর আদালতে হাজির করে পুলিশ। সেদিন পুলিশের প্রিজন ভ্যান থেকে তাকে নামানোর পরপরই কিল-ঘুষি মারার ঘটনা ঘটে। এ সময় তাকে অনেকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। পরে শুনানি শেষে ওইদিন আদালতের বিচারক তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণের আদেশ দেন।
 
তবে কারাগারে নেয়ার পর শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় ‘আনফিট’ আসায় কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। সে অনুযায়ী ২৪ আগস্ট সন্ধ্যায় সাবেক এই বিচারপতিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায়, মারধরের ঘটনায় শামসুদ্দিন চৌধুরী মানিকের স্ক্রোটাল ইনজুরি (অণ্ডকোষে আঘাত) হয়। পরে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের অধীনে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে ভর্তির পর সেদিনই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকে ওসমানী হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন সাবেক এই বিচারপতি। 
সর্বশেষ সংবাদ