, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অবৈধভাবে ভারতে পাচারের সময় ৬২০ কেজি ইলিশ জব্দ 

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ১০:১৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ১০:১৫:৫৭ পূর্বাহ্ন
অবৈধভাবে ভারতে পাচারের সময় ৬২০ কেজি ইলিশ জব্দ 
এবার অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লায় ৬২০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার খারেরা সীমান্ত থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

এদিকে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। 

এদিকে বিজিবির সুলতানপুর বিওপির একটি সূত্র নাম না প্রকাশের শর্তে বলেন, বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬০ বিজিবির সুলতানপুর বিওপির একটি দল। এ সময় বিজিবি অবস্থান টের পেয়ে খাড়েরা সীমান্ত এলাকায় চোরাকারবারি ৩১ বক্স বাংলাদেশি ইলিশ রেখে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৯২ হাজার টাকা। 
 
বিজিবি জানায়, জব্দের পর ইলিশগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। 
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ