, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৫

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ১০:১২:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ১০:১২:৪৩ পূর্বাহ্ন
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৫
এবার নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। নিহতরা হলেন- মিরান শেখ (৩০) ও জিয়াউর শেখ (৪০)। তারা সম্পর্কে আপন দুই ভাই। এ ঘটনায় অপর এক ভাই ওহিদুর খান (৩৮)-এর পা কেটে ফেলেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 
গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মিরান শেখ ও জিয়াউর শেখ উপজেলার চরমল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ ও লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি মাহামুদ খানের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এর ধারাবাহিকতায় সকালে ফেরদৌস পক্ষের মিরান ও জিয়াউর শেখ (দুই ভাই) মাঠের দিকে যাচ্ছিলেন। পথে আইয়ুবের দোকানের সামনে পৌঁছালে পূর্ব বিরোধের জেরে মাহমুদ খানের পক্ষের লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। 

এ সময় তাদের ঠেকাতে গিয়ে ফেরদৌস গ্রুপের ওহিদুর খানসহ ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মিরান ও জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন। এদিকে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নেয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা