, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-পাকিস্তান

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ০৪:২২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ০৪:২২:৫৯ অপরাহ্ন
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-পাকিস্তান
এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ৫ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এদিন দুপুরে দেশটির রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হয়েছে।
 
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) বরাতে জানিয়েছে, পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল)।

এদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ১২ টা ৫৮ মিনিটে (আইএসটি) পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। তবে তাৎক্ষণিকভাবে সেখানেও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে ২৯ আগস্ট দিল্লি এবং এর আশেপাশের এলাকায় একটি মৃদু কম্পন অনুভূত হয়। তখন ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আফগানিস্তানে আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৫৫ কিলোমিটার গভীরে।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা