আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ড. ইউনূস। সেদিন ছাত্র-জনতার আন্দোলনে পাওয়া ‘নতুন বাংলাদেশ’ প্রসঙ্গে ড. ইউনূস বলেছিলেন, প্রতিটি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করবেন। সেই সঙ্গে দেশের মর্যাদাকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন।
এদিকে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে দেশ সংস্কারের পাশাপাশি অর্থনীতির গতি ফেরাতে দৃশ্যমান নানা পদক্ষেপ নিয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।