এবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য রশীদ খানকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা আফগানিস্তানের। চোটের কারণে শ্রীলঙ্কার সফরেও প্রথম দুই ওয়ানডেতে ছিলেন না এই লেগ স্পিনার। আগামী ১৪ জুন থেকে মিরপুরে শুরু বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। এরপর বিরতি দিয়ে জুলাইয়ে চট্টগ্রামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই ম্যাচের টি-টুয়েন্টি হবে সিলেটে। দশ জুন সফরে আসবে আফগানিস্তান।
ঢাকায় তিন দিনের অনুশীলনের সুযোগ পাবে আফগানরা। হাসমতউল্লাহ শাহিদীর নেতৃত্বে দলে আছেন রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদ্রান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লা হক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই ও নিজাত মাসুদ।
রিজার্ভ হিসেবে রাখা হয়েছে জিয়াউর রহমান আকবর, নুর আলী জাদরান, আজমতউল্লাহ ওমরজাই ও সায়েদ আহমদ শিরজাদকে। এদিকে দুই নতুন মুখ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান।
এদিকে ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না টাইগারদের নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। এছাড়া দলে ফিরেছেন ব্যাটার জাকির হাসান ও পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলতে পারেননি এই দুই ক্রিকেটার।
সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচের সিরিজে খেলেছেন দুই নতুন মুখ ব্যাটার শাহাদাৎ হোসেন দিপু ও পেসার মুশফিক হাসান। সেই সিরিজে পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই দুই তরুণ ক্রিকেটার।
বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, শাহাদাৎ হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুশফিক হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ।