, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ১০:৪২:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ১০:৪২:৩৮ পূর্বাহ্ন
ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও আ.লীগ নেতা গ্রেপ্তার
এবার অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে। দুজনেই যথাক্রমে ডিএমপি আদাবর থানা ও জিএমপি বাসন থানায় করা দুটি পৃথক হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

জানা গেছে, মেহেদী হাসানের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানা এবং রিয়াজ মাহমুদের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় হত্যা মামলা রয়েছে।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর