, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভোরে মাঠে নামছে পাঁচবারের চ্যাস্পিয়নরা

  • আপলোড সময় : ১০-০৯-২০২৪ ০৫:৪১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৪ ০৫:৪১:১১ অপরাহ্ন
ভোরে মাঠে নামছে পাঁচবারের চ্যাস্পিয়নরা
গত কাতার বিশ্বকাপের পর থেকেই ছন্দে নেই ব্রাজিল। আসন্ন ২০২৬ বিশ্বকাপের বাছাইতেও ভালো অবস্থানে নেই পাঁচবারের চ্যাস্পিয়নরা। তবে ইকুয়েডরকে হারিয়ে চার ম্যাচ পর জয়ে ফিরেছে সেলেসাওরা। এবার তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) কনমেবল অঞ্চলের বাছাইপর্বে ৮ম রাউন্ডের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ভিনি-রদ্রিগোরা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মাঠে নামবে দুই দল।

এদিকে ৭ ম্যাচে মোটে ১০ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৪র্থ স্থানে আছে তারা। পরিসংখ্যান বলছে, বাছাইপর্বে এটিই ব্রাজিলের সবচেয়ে বাজে অধ্যায়। কনমেবল অঞ্চলের সবার ওপরে এই মুহূর্তে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ১৮। ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বীদের তুলনায় ৮ পয়েন্ট পিছিয়ে আছে।

এদিকে এই খেলা সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল। তবে বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের জন্য আছে সুখবর। ইকুয়েডরের বিপক্ষে সেলেসাওদের বাছাইপর্বের ম্যাচটি সরাসরি দেখতে পারবেন Sportzfy অ্যাপে। এ ছাড়াও ইয়াসিন টিভি অ্যাপেও দেখা যাবে এই ম্যাচ।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস