দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ১০০ কোটি টাকার ত্রাণ বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা চাল, ডাল, খেজুর, তেল, লবণ ও শুকনো খাবার প্যাকিজিংয়ের পর বেঁচে যাওয়া কার্টন বিক্রি করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৪২০ টাকার; যার পুরোটাই ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে যোগ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন শায়েখ আহমাদুল্লাহ। লোড করা একটি মিনি ট্রাক, ক্যাশ মেমো ও কার্টন বিক্রির বিশদ বিবরণের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এগুলো ক্রয়কৃত ত্রাণসামগ্রীর বিভিন্ন কার্টন। ত্রাণ প্যাকেজিংয়ের পর বেঁচে যাওয়া এই কর্টনগুলো আমরা ২ লাখ ৩৪ হাজার ৪২০ টাকায় বিক্রি করে ত্রাণ তহবিলে জমা করেছি।’
এদিকে শায়েখ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বেশ সুনাম কুড়িয়েছে। এবারের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আস্থাও অর্জন করেছে সংগঠনটি। দেশ-বিদেশ থেকে অনেকেই অনুদান পাঠিয়েছেন এখানে।
উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মহানবি মুহাম্মদ (সা.)-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্যবিমোচন, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা ও ত্রাণ বিতরণসহ নানান কর্মসূচি পালন করে থাকে।