, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ , ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে: অর্থ উপদেষ্টা

  • আপলোড সময় : ১০-০৯-২০২৪ ০১:৪৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৪ ০১:৪৮:২৮ অপরাহ্ন
বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে: অর্থ উপদেষ্টা
দেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় অর্থ উপদেষ্টা বলেন, সরকার চেষ্টা করছে বিদ্যুতের ঘাটতি মেটাতে। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি, কয়লা আমদানি করা হচ্ছে। 

অর্থ উপদেষ্টা বলেন, ১৪ সেপ্টেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে সব শহীদ পরিবারসহ সংশ্লিষ্ট সবাই ও বিদেশি অতিথিরাও আসবেন। তথ্য উপদেষ্টা বিষয়টি ঠিক করবেন বলে জানান অর্থ উপদেষ্টা।
'জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হোন' 

'জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হোন'