এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের দিন ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহিল কাফীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু আব্দুল্লাহিল কাফী এজাহারনামীয় আসামী এবং গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন সেহেতু সরকারি চাকরি থেকে তাকে ৩ সেপ্টেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এতে আরও বলা হয়, বরখাস্ত থাকাকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
এর আগে, গত ২ সেপ্টেম্বর রাতে বিমানবন্দর থেকে পুলিশ কর্মকর্তা কাফীকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতা দেখিয়ে জেলহাজতে পাঠায় ডিবি পুলিশ। জানা যায়, গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় বেশ কয়েকজন ছাত্রজনতাকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এই কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হয়ে গ্রেফতার হন কাফী।