, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভিকারুননিসার ৬ ছাত্রী

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৩ ০৪:৫৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৩ ০৪:৫৬:০৭ অপরাহ্ন
তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভিকারুননিসার ৬ ছাত্রী
এবার তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৬ ছাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ বুধবার ৭ জুন সকাল থেকে দুপুর পর্যন্ত মূল ক্যাম্পাসের ৬ জন ছাত্রী গরমে অসুস্থ হয়ে পড়লে, তাদের পার্শ্ববর্তী মনোয়ারা হাসপাতালে নেওয়া হয় বলে জানান কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।
 
এ সময় তিনি বলেন, তীব্র গরমে একাদশ শ্রেণির কয়েকজন ছাত্রী গরমে ক্লাসরুমে অসুস্থ হয়ে পড়ে। আমরা প্রাথমিকভাবে তাদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাই।

তিনি আরও বলেন, পাঁচ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। তাদের মধ্যে একজনের বাড়ি মিরপুর। সে হাসপাতালে ভর্তি আছে। তার সঙ্গে তার মা-বাবাও আছেন।
 
এদিকে চলমান তীব্র গরমে শ্রেণি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ায় উদ্ভূত এমন পরিস্থিতি কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানান অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।
সর্বশেষ সংবাদ
সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা