এবার জয়পুরহাটের কালাই উপজেলার চাকলমুয়া সহীহ সুন্নাহ বালিকা মাদ্রাসার আবাসিকের নিখোঁজ সেই পাঁচ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) বগুড়া থেকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই পাঁচ ছাত্রী দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড দলে (বিটিএস) আসক্তি ছিল বলে পুলিশের তদন্তে উঠেছে এসেছে।
গত শুক্রবার ভোর থেকে ওই মাদরাসার আবাসিকের পাঁচ ছাত্রীর খোঁজ পাচ্ছিল না কর্তৃপক্ষ। পরে দুপুরে মাদরাসার পরিচালক ফিরোজ হোসেন থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) দেন। পরে রাতে পুলিশ বগুড়া থেকে তাদের আটক করে কালাই থানায় নিয়ে আসে। মুসলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এদিকে মাদ্রাসার পরিচালক ফিরোজ হোসেন বলেন, শুক্রবার ভোরে মাদরাসার আবাসিকের পাঁচ শিক্ষার্থীর নিখোঁজ হয়েছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়। ঢাকায় যাওয়ার সময় বগুড়া থেকে নিখোঁজ পাঁচ ছাত্রীকে পাওয়া যায়। থানা এনে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।
এদিকে কালাই থানায় উপপরির্দশক (এসআই) তোফায়েল আহাম্মেদ শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বলেন, মাদ্রাসার নিখোঁজ পাঁচ শিক্ষার্থী ছুটিতে নিজ বাড়িতে গেলে মুঠোফোনের ইউটিউবে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল (বিটিএস) দেখত। এতে তারা বিটিএসে আসক্ত হয়ে পড়েছিল। তারা মাদরাসা থেকে পালিয়ে ঢাকায় গিয়ে বিটিএস দল করে টাকা রোজগারের পরিকল্পনা করে।