এবার কুমিল্লায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষা প্রতিষ্ঠানের ২১ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় ও বিলকিছ মোশাররফ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে শিক্ষকসহ অন্যান্যরা তাদের হাসপাতালে নিয়ে যান।
এরপর উপজেলা প্রশাসন দুইদিনের জন্য বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে। অসুস্থ হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ২১ জনের মধ্যে ১৬ জন ছিলেন সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের এবং বাকি ৫ জন ছিলেন বিলকিছ মোশাররফ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, তিনি আহত কারও পরিচয় জানাতে পারেননি। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার পরীক্ষা ছিলো শিক্ষার্থীদের। এসময় তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এদিকে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান জানান, শিক্ষার্থীরা অসুস্থ হওয়ায় বিদ্যালয়টির পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেই সাথে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার একই স্কুলে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে হাবিবা আক্তার (১২) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ব্যাপারটা মনোতান্ত্রিক।