, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


ভারত সিরিজে থাকবেন তামিম

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ০১:৪৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ০১:৪৭:১৮ অপরাহ্ন
ভারত সিরিজে থাকবেন তামিম
এবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বর্তমানে ছুটি কাটাচ্ছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটাররা। ভারত সিরিজকে সামনে রেখে ৮ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে তাদের। এমন সময় জানা গেল তামিম ইকবালও নাকি ভারতের বিমান ধরছেন! তবে ক্রিকেটার হিসেবে নয়, আসন্ন এই সিরিজে ধারাভাষ্যকার হিসেবে যাচ্ছেন তামিম। গণমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছে একটি সূত্র।

ইতোমধ্যেই সম্প্রচারকারি প্রতিষ্ঠান স্টারের সঙ্গে কথাবার্তা চলছে তামিমের। এখনও চূড়ান্ত না হলেও সেই পথেই এগিয়ে যাচ্ছে সবকিছু। দীর্ঘদিন দলকে ব্যাট হাতে নেতৃত্ব দেয়া তামিম এবার দলের হয়ে ধরবেন মাইক্রোফোন। ক্রিকেটাররা যখন ভারতের মাটিতে লড়াই করবেন তামিমকে তখন দলের হয়ে ম্যাচ বিশ্লেষণে দেখা যাবে।

এর আগেও নানান সময়ে তামিম জানিয়েছিলেন ক্রিকেট ছাড়ার পরে ধারাভাষ্যে আসতে চাওয়ার কথা। এরই মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং বাংলাদেশের হোম সিরিজে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। তবে দুবারই তামিমকে দেখা গেছে অতিথি ধারাভাষ্যকার হিসেবে।

এবার কি তামিম পুরো সময় জুড়ে ধারাভাষ্য দেবেন কিনা সেটা অবশ্য জানা যায়নি। পেশাদারভাবে পুরো সময় জুড়েও তামিম যেমন ধারাভাষ্য দিতে পারেন, একইভাবে অতিথি ধারাভাষ্যকার হিসেবেও তাকে দেখা যেতে পারে। 
মারা গেলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

মারা গেলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী