, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিএনপি নেতা চাঁদ ২ দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৩ ০৩:৫৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৩ ০৩:৫৫:১৭ অপরাহ্ন
বিএনপি নেতা চাঁদ ২ দিনের রিমান্ডে ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন চাঁদকে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন এবং আসামির আইনজীবীরা জামিন আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, গত ১৯ মে রাজশাহীতে বিএনপির এক কর্মসূচিতে শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন চাঁদ। তিনি বলেন, ২৭ দফা, ১০ দফা নয়, দফা একটাই শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করব ইনশাআল্লাহ। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। চাঁদের এমন বক্তব্যে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর রাজশাহী ও ঢাকাসহ বিভিন্ন থাকায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়। পরে গত ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেপ্তার করে। এরপর তাকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া