, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বন্যার্তদের জন্য সুখবর দিলেন আরব আমিরাতে লটারিতে ৫০ কোটি জেতা বাংলাদেশি প্রবাসীরা

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০৬:১৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৪ ০৬:১৩:৪১ অপরাহ্ন
বন্যার্তদের জন্য সুখবর দিলেন আরব আমিরাতে লটারিতে ৫০ কোটি জেতা বাংলাদেশি প্রবাসীরা
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে লটারি জিতে ৫০ কোটি টাকা পেয়েছেন বাংলাদেশি প্রবাসীদের একটি গ্রুপ। সেই টাকার একটা অংশ বন্যার্তদের সহায়তায় দেয়ার ঘোষণা দিয়েছেন তারা। লটারি জেতা প্রবাসী বাংলাদেশিদের সবাই চট্টগ্রামের বাসিন্দা।
 
মূলত এবারের টিকিট ছিল নূর মিয়ার নামে। তবে টিকিট কেনায় অর্থ দিয়েছিলেন সবাই। তারা বিগত ৫ বছর ধরেই এমন টিকিট কিনে আসছিলেন। স্বপ্ন ছিল লটারি জিতে একদিন ভাগ্যের চাকা ঘুরবে। সেই স্বপ্ন সত্যি হয়েছে গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)।

এদিকে খালিজ টাইমস জানিয়েছে, নিজেদের জেতা অর্থ থেকে বন্যার্তদের সাহায্য করার ব্যাপারে নূর মিয়া বলেছেন, “সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমরা একমত হয়েছিলাম সেটি হলো বাংলাদেশে টাকা পাঠানো। ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণ গেছে। অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এখন সেসব বাড়ি পুনর্গঠনে সাহায্য করার সময় আমাদের।”

লটারি জেতার খবর শোনার বিষয়টি এখনো স্পষ্ট মনে আছে জানিয়ে নুর মিয়া বলেন, “আমরা দুপুর ৩টায় খবর পাই। আমি হাসপাতালে ছিলাম, চিকিৎসা নিচ্ছিলাম। যখন তারা বলল আমি লটারি জিতেছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। প্রথমে আমি সন্দিহান ছিলাম। কিন্তু পরবর্তীতে উপস্থাপকের কণ্ঠ চিনতে পারি আমি। বিষয়টি ছিল অবিশ্বাস্য।” লটারি জেতা নূর আমিরাতে রঙ মিস্ত্রীর কাজ করতেন। এখন সেখানেই নতুন ব্যবসা শুরুর ইচ্ছা তার।
সর্বশেষ সংবাদ