, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


পাকিস্তানে সরকারি চাকরিজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০৪:১৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৪ ০৪:১৪:০৭ অপরাহ্ন
পাকিস্তানে সরকারি চাকরিজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা
এবার অনুমতি ছাড়া পাকিস্তানে সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি তথ্য ফাঁস হওয়া রোধে দেশটির সরকার এ পদক্ষেপ নিয়েছে।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের সরকারের একটি অফিস আদেশ অনুসারে, সরকারি কর্মচারী বিধিমালা, ১৯৬৪-এর অধীনে নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

আদেশ অনুসারে, সরকারি কর্মচারীরা অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত বা বক্তৃতা শেয়ার করতে পারবেন না। এই আদেশ না মানলে এবং নির্দেশনা লঙ্ঘন করা হলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস

ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস