, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


৭০০ ফুট গভীর খাদে পড়ে প্রাণ গেল ৪ ভারতীয় সেনা সদস্যর 

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০২:১৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৪ ০২:১৮:৫৫ অপরাহ্ন
৭০০ ফুট গভীর খাদে পড়ে প্রাণ গেল ৪ ভারতীয় সেনা সদস্যর 
এবার সিকিম যাওয়ার পথে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ৭০০ ফুট গভীর খাদে পড়ে ৪ সেনা সদস্য নিহত হয়েছেন। সৈন্যদের বহর করা ওই গাড়িটি পশ্চিমবঙ্গের ঝুলুক থেকে সিল্ক রুট ধরে সিকিমের পাকওন জেলায় যাওয়া পথে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি 

এদিকে গাড়িটিতে চারজন আরোহী ছিলেন যাদের সবাই ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন– মধ্যপ্রদেশের সিপাহী প্রদীপ প্যাটেল, ইম্ফলের বাসিন্দা সিএফএন ডব্লিউ পিটার, হরিয়ানার বাসিন্দা নায়েক গুরসেভ সিং এবং তামিলনাড়ুর বাসিন্দা সুবেদার কে থাঙ্গাপান্ডি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। নিহতদের মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
এর একদিন আগে বুধবার তেলাঙ্গনায় মাওবাদী যোদ্ধাদের সঙ্গে গুলি বিনিময়ে ভারতীয় সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়। পুলিশ জানায়, তেলাঙ্গনার ঘটনায় আরও দুই গ্রেহাউন্ড কমান্ডো সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস

ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস