, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সংসদ ভবন থেকে সেনাসদস্যের ল্যাপটপ নেয়ার ভিডিও বিভ্রান্তিকর: আইএসপিআর

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ০৬:০১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৪ ০৬:০১:০৭ অপরাহ্ন
সংসদ ভবন থেকে সেনাসদস্যের ল্যাপটপ নেয়ার ভিডিও বিভ্রান্তিকর: আইএসপিআর
এবার সংসদ ভবন এলাকা থেকে সেনাসদস্য কর্তৃক ল্যাপটপ আত্মসাৎ করা নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও বিভ্রান্তিকর বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ৫ আগস্ট উদ্ভুত পরিস্থিতিতে সংসদ ভবনের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে সচেতন নাগরিকগণ হারানো রাষ্ট্রীয় সম্পদের কিছু অংশ ঐদিনই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ভয়েজ সংযোজিত একটি ভিডিওতে সংসদ ভবন এলাকায় ল্যাপটপ হাতে হাসিমুখে হেঁটে যাওয়া একজন সেনাসদস্যের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভয়েজে দুইটি ল্যাপটপ সেনাসদস্য কর্তৃক অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করে ওই সেনাসদস্য এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়।

সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, মূলত গত ৫ আগস্ট কিছু সচেতন নাগরিক সেনাসদস্যদেরকে একটি ল্যাপটপ ও একটি স্ক্যানার হস্তান্তর করে যা ওই সেনাসদস্য নিকটস্থ সেনা ক্যাম্পে জমা করেন। পরবর্তীতে উদ্ধারকৃত অন্যান্য সামগ্রীর সাথে ওই ল্যাপটপ ও স্ক্যানার জাতীয় সংসদ ভবনের সার্জেন্ট এ্যাট আর্মস এর কাছে হস্তান্তর করা হয়।

এদিকে বিবৃতিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশপ্রেমী ও পেশাদার সেনাবাহিনী সংক্রান্ত এ ধরণের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয় বলে দাবি করা হয়।
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা