, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিলেট সড়ক দুর্ঘটনায় মৃ‌তের সংখ্যা বে‌ড়ে ১৪

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৩ ০১:৪০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৩ ০১:৪০:০৯ অপরাহ্ন
সিলেট সড়ক দুর্ঘটনায় মৃ‌তের সংখ্যা বে‌ড়ে ১৪
আজ সকালে ঢাকা সিলেট মহাসড়‌কের দক্ষিণ সুরমার না‌জিরবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃ‌তের সংখ্যা বে‌ড়ে ১৪ জন হ‌য়ে‌ছে। তা‌দের সবাই নির্মাণ শ্র‌মিক। নিহত‌দের ম‌ধ্যে ১ জন নারীও র‌য়ে‌ছেন। আহত হ‌য়ে‌ছেন আরও ১৪ জন। তা‌দের‌কে ওসমানী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

এদিকে দক্ষিণ সুরমা থানার ও‌সি শামসু‌দ্দোহা জানান, আজ বুধবার ৭ মে সকাল পৌ‌নে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। ‌তি‌নি জানান, সি‌লেটগামী একটি আলু ভ‌র্তিবাহী ট্রাক ও ‌সি‌লেট থে‌কে ওসমানীনগ‌রের তাজপুরগামী শ্রমিক বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থ‌লেই ১১জন মারা যান।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ এবং সিলেট ও ওসমানী নগরের ফায়ার সার্ভিস স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় গুরুতর আহত ১৭ জনের ম‌ধ্যে হাসপাতা‌লে ৩ জন মারা যায়। মৃ‌তের সংখ্যা আরও বাড়‌তে পা‌রে।

এই ঘটনার পর থে‌কে ঢাকা সি‌লেট মহাসড়‌কে যান চলাচল বন্ধ হ‌য়ে যায়। ফায়ার ব্রি‌গেডের উদ্ধারকর্মী ও পু‌লিশের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা প‌রে যান চলাচল স্বাভা‌বিক হয়। এদিকে নিহত‌দের ম‌ধ্যে ৯ জনের নাম প‌রিচয় পাওয়া গেছে।

তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৪০), তায়েফ নুর (৪৫), সাগর (১৮), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৫৫), বাদশা মিয়া (৪৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াহিদ আলী (৪০)।

এদিকে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া পিকআপে প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক ছি‌লো। ঘটনার পর ট্রাক চালক পা‌লি‌য়ে‌ছেন।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান