এবার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, যে পরিমাণ টাকা লুট হয়েছে, তার শূন্যস্থান পূরণ করতে কমপক্ষে দুই লাখ কোটি টাকা প্রয়োজন। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের গভর্নর এ তথ্য দেন।
এদিকে গভর্নর বলেন, আমানতকারীদের চাহিদা মোতাবেক অর্থ দিতে পারছে না এমন ৮টি ব্যাংককে টাকা ধার দেবে শক্তিশালী ব্যাংকগুলো। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টর হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, তারপরও টাকা ছাপাবে না কেন্দ্রীয় ব্যাংক, কারণ লুট হয়ে যাওয়া টাকার শূন্যস্থান পূরণে কমপক্ষে দুই লাখ কোটি টাকা দরকার।