, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


হাফেজ হত্যায় শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ০৬:৪৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৪ ০৬:৪৭:২২ অপরাহ্ন
হাফেজ হত্যায় শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহারের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে নিহতের প্রতিবেশী চাচা আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
 
এদিকে মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরা ৯ নম্বর সেক্টরে আধুনিক মেডিকেলের পাশের রাস্তায় গুলিতে গুরুতর আহত হন হাফেজ মাওলানা বাহার। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে মামলায় অভিযোগ করা হয় শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য আরজিতে বর্ণিত আসামিরা পরস্পর যোগসাজশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করেন।
আল-আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের, সতর্কতা দিলো ফিলিস্তিন

আল-আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের, সতর্কতা দিলো ফিলিস্তিন