, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


উত্তর কোরিয়ায় বন্যা প্রতিরোধে ব্যর্থতার দায়ে ৩০ সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ০৩:২১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৪ ০৩:২১:৪৭ অপরাহ্ন
উত্তর কোরিয়ায় বন্যা প্রতিরোধে ব্যর্থতার দায়ে ৩০ সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
এবার বন্যা এবং ভূমিধস প্রতিরোধে ব্যর্থতার কারণে নর্থ কোরিয়ার ৩০ জন সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

এদিকে এনডিটিভি জানিয়েছে, প্রতিবেশী দেশ সাউথ কোরিয়ার একটি টিভি চ্যানেল এ ব্যাপারে নর্থ কোরিয়ার এক সূত্রকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে। তারা জানিয়েছে, গত মাসে অর্থাৎ আগস্টের শেষের দিকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

কোরিয়া টাইমসের মতে, সম্প্রতি নর্থ কোরিয়ায় বড় ধরনের বন্যা হয়েছে। ভূমিধস, ভারী বৃষ্টি এবং বন্যায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ঘরছাড়া হয়েছেন কয়েক হাজার নাগরিক। এতে যারা যারা চেষ্টা করলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারতেন, তেমন বেশ কয়েক জন সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন তিনি।

এদিকে নর্থ কোরিয়ার একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ওই কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছিল। যদিও মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় জানা যায়নি।
আরও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

আরও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক