, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বরখাস্ত হওয়া প্রধান শিক্ষকের হামলায় আহত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৪ ১১:৩৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ১১:৩৪:৫০ পূর্বাহ্ন
বরখাস্ত হওয়া প্রধান শিক্ষকের হামলায় আহত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
এবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষকের হামলায় আহত হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী। আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) রাতে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উত্তম কুমার। এর আগে, সকালে উপজেলার বোডের হাট এলাকায় হামলায় আহত হন তিনি।

স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন জসিম উদ্দিন। নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ছাত্রসহ সাধারণ শিক্ষার্থীরা প্রধান শিক্ষক জসিম উদ্দিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেন। যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সাথে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করেন।

এতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন বরখাস্তাদেশ পাওয়া প্রধান শিক্ষক জসিম উদ্দিন। সোমবার সকালে বিদ্যালয় যাচ্ছিলেন উত্তম কুমার। এ সময় বোডের হাট এলাকায় দলবল নিয়ে দাঁড়িয়ে থাকা জসিম উদ্দিন- উত্তম কুমারের পথরোধ করে হামলা চালায়। পরে স্থানীয়রা এসে উত্তম কুমারকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে আহত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার বলেন, কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন দলবল নিয়ে আমার ওপর হামলা চালিয়েছে। তিনি ন্যায় বিচার দাবি করেন। তবে তার অভিযোগ অস্বীকার করেন জসিম উদ্দিন।

এদিকে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নিমল কুমার মোহন্ত জানান, সোমবার রাতে এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আরও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

আরও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক