, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘দেশটা তোমার বাপের নাকি’ এর আদলে গান গেয়ে গ্রেপ্তার ভারতীয় শিল্পী 

  • আপলোড সময় : ০২-০৯-২০২৪ ১২:৪০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৪ ১২:৪০:৫৯ অপরাহ্ন
‘দেশটা তোমার বাপের নাকি’ এর আদলে গান গেয়ে গ্রেপ্তার ভারতীয় শিল্পী 
এবার বাংলাদেশে ছাত্র–জনতার আন্দোলনের মধ্যে আলোচনায় আসা গান ‘দেশটা তোমার বাপের নাকি’–এর কথার আদলে গান গেয়ে গ্রেপ্তার হয়েছেন ভারতের এক শিল্পী। এদিকে আসাম পুলিশের হাতে রোববার গ্রেপ্তার আলতাফ হোসেন একজন ইউটিউবারও। বিহু গানের বিতর্কিত সংস্করণের জন্য তিনি পরিচিত। ধুবরি জেলার বাসিন্দা তিনি। 

প্রতিবেদন বলছে, গানের মাধ্যমে রাজ্যের জাতিগত সম্প্রদায়ের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আলতাফকে। বিভিন্ন জাতি গোষ্ঠীর সমালোচনা সত্ত্বেও তার গান সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার ভিউ পেয়েছে।

‘দেশটা তোমার বাপের নাকি’ গানের কথা ইথুন বাবুর। গেয়েছেন মৌসুমী চৌধুরী। বাংলাদেশি এ গানের অনুসরণে গান গেয়েছেন আলতাফ, যার অর্থ– ‘দেশটা কি তোমার বাবার?’ তার গ্রেপ্তারে নিয়ে সমালোচনা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।  জনসাধারণকে অসমীয়া সম্প্রদায়ের সামাজিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। 

এদিকে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সমাজে ভালোভাবে থাকতে অবশ্যই এর মূল বৈশিষ্ট্যগুলোকে সম্মান করতে হবে। যদি কেউ আমাদের সভ্যতা, ঐতিহ্য বা সাংস্কৃতিক চর্চাকে এমনভাবে প্রচার করে যা আমাদের নিয়ম থেকে বিচ্যুত হয়, তবে তা গ্রহণ করা হবে না। 
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর