, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বন্যা দুর্গত এলাকার জন্য ৭০০ বিঘা জমির ধানের চারা তৈরি করছেন বাকৃবি শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ০২-০৯-২০২৪ ১১:১৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৪ ১১:১৩:৪৮ পূর্বাহ্ন
বন্যা দুর্গত এলাকার জন্য ৭০০ বিঘা জমির ধানের চারা তৈরি করছেন বাকৃবি শিক্ষার্থীরা
এবার বন্যা পরবর্তী কৃষি ও খাদ্য সংকট মোকাবিলায় উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। আসছে মৌসুমে দুর্গত এলাকায় ধান চাষের জন্য ‘নাবি আমন’ ধানের বীজতলা তৈরি করছেন তারা। ১৮ থেকে ২০ দিন পর উৎপাদিত এসব ধানের চারা পৌঁছে দেয়া হবে বন্যা কবলিত এলাকায়, যা থেকে প্রায় ৭০০ বিঘা জমিতে আবাদ করা যাবে বলে জানান সংশ্লিষ্টরা।
 
জানা যায়, অতিবৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের ১১ জেলা। স্মরণকালের এ বন্যায় এখনো পানিবন্দি লাখো মানুষ। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত। আমনের বীজতলা ও চারা সব নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরণের খাদ্য সংকটের শঙ্কায় রয়েছেন বানভাসিরা।

এদিকে দেশের মানুষ বন্যা মোকাবিলা করছে সম্মিলিতভাবে। আর কৃষির ক্ষতি কাটিয়ে উঠতে ও খাদ্য সংকট মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্যা পরবর্তী সময়ে কৃষকদের সহায়তা করতে বিনামূল্যে ‘নাবি আমন’ ধানের চারা বিতরণ করার উদ্যোগ নিয়েছেন তারা।

এরইমধ্যে প্রস্তুত করা ১২ একর জমিতে চলছে ‘বিনা-১৭’ ও বায়ার বাংলাদেশের ‘ধানি গোল্ড’ জাতের ধানের বীজ বপনের কাজ। ১৮ থেকে ২০ দিন পর উৎপাদিত এসব ধানের চারা পৌঁছে দেয়া হবে বন্যা কবলিত এলাকায়, যা থেকে প্রায় এক হাজার কৃষক ৭০০ বিঘা জমিতে করতে পারবেন ধানের আবাদ।
 
শিক্ষার্থীরা জানান, কিছুদিন পর বন্যার পানি নেমে গেলেও, আবার চারা তৈরি করতে অন্তত এক মাসের মতো সময় লাগবে। এতে আমন ধান লাগানোর সময় পার হয়ে যাবে। আবার বন্যার কারণে চারা তৈরি করতে না পারলে কৃষকরা সমস্যায় পড়বেন। দেশে দেখা দেবে খাদ্য সংকট। তাই খাদ্য সংকটের কথা মাথায় রেখে আমরা বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান চারা দিয়ে সহায়তা করার উদ্যোগ নিয়েছি।

পরে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, বীজ কোম্পানি এবং কৃষি উদ্যোক্তারা। বিনা-১৭ ধানটি স্বল্প মেয়াদী হওয়ায় কৃষকদের পরবর্তী ধান লাগানোর বিষয়টি সহজ হবে। আব্দুল্লাহ আল মুন্না নামে এক শিক্ষার্থী বলেন, ‘বাকৃবিতে ৫ একর, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক একর, চট্টগ্রামের হাটহাজারীতে ৪ একর এবং কুমিল্লা ও লক্ষ্মীপুরে ২ একরসহ মোট ১২ একরে ৭৬০ বিঘা জমিতে চারা রোপণ করে ১০০০ কৃষককে বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। বিভিন্ন পরামর্শ ও সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের পাশে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকরা।’
 
এদিকে বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, ‘বীজ থেকে চারা হবে, পরে সেই চারা আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণ করবো বিনামূল্যে। এজন্যে আমরা যে যার অবস্থান থেকে সাহায্য করেছি। চারা রোপণের পর সার, কীটনাশক এবং সবজি বীজ দেয়ার বিষয়ে আমরা চিন্তা করেছি। শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তায় আমরা সব সময় পাশে থাকবো।’ তিনি আরও বলেন, ‘এমন মহতি উদ্যোগকে সফল করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, কৃষি উদ্যোক্তা, করপোরেট ব্যক্তিদের নিয়ে গঠন করা হয়েছে অ্যাগ্রি স্টুডেন্ট অ্যালায়েন্স বাংলাদেশ নামে সংগঠন।’
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা