, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সরকারের ব্যয় কমাতে উপদেষ্টা ফাওজুলের ৪টি নির্দেশনা

  • আপলোড সময় : ০২-০৯-২০২৪ ১০:৪৬:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৪ ১০:৪৬:৩২ পূর্বাহ্ন
সরকারের ব্যয় কমাতে উপদেষ্টা ফাওজুলের ৪টি নির্দেশনা
এবার সরকারের ব্যয় কমানোর নীতি বাস্তবায়নের লক্ষ্যে চারটি নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়; সড়ক, মহাসড়ক ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

গতকাল রোববার (১ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশের মাধ্যমে এসব নির্দেশনার কথা বলা হয়। নির্দেশনাগুলো হচ্ছে-

১) অফিসে সভার সময় খাবারের ব্যাপারে কৃচ্ছ্রসাধন করতে হবে।

২) ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বাহনের সংখ্যা সীমিত করতে হবে। প্রয়োজনে কার পুলিং করতে হবে।

৩) উপদেষ্টার সফরের ক্ষেত্রে যাবতীয় আতিশয্য পরিহার করতে হবে।

৪) এর আগে ব্যয় সংকোচন পরিকল্পনা দাখিল করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা দ্রুততার সঙ্গে কার্যকর করতে হবে।

এসব নির্দেশনা উপদেষ্টার আওতাধীন তিনটি মন্ত্রণালয় ও পাঁচটি বিভাগ এবং তাদের অধীনস্থ সকল দপ্তর, সংস্থা বা কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে অফিস আদেশে বলা হয়।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস