, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সমন্বয়ক সারজিস ও হাসনাতের সঙ্গে কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের মতবিনিময়

  • আপলোড সময় : ০১-০৯-২০২৪ ০৮:০৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৪ ০৮:০৪:১৮ অপরাহ্ন
সমন্বয়ক সারজিস ও হাসনাতের সঙ্গে কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের মতবিনিময়
এবার কওমী মাদ্রাসা ছাত্রদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ মতবিনিময় করেছেন। আজ রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কওমী মাদ্রাসার ছাত্রদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে মতবিনিময় করেছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসানাত আব্দুল্লাহসহ আরও অনেকে। সাক্ষাৎকালে সারজিস আলম কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের সকল কওমী শিক্ষার্থীদের এই আন্দোলনে পাশে থাকার আহ্বান জানান।

এদিকে মতবিনিময়ে কওমী সমন্বয়করা তাদের সনদের কার্যকারিতা, জাতীয় সব ক্ষেত্রে বিজ্ঞ আলেমদের যুক্ত রাখা, মিডিয়াসহ সব অঙ্গনে কওমীদের সাথে বৈষম্য দূর করা, জুলাইয়ের আন্দোলনে কওমী শহীদ ও আহতদেরকে যথাযথ মর্যাদা ও অধিকার প্রদান করা, শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন, সহায়তা প্রদান করা, আলেম উপদেষ্টা বাড়ানোসহ বেশ কিছু দাবির বিষয়ে আলোচনা করা হয়।
 
দেশে কঠিন বন্যায় আলেমদের ত্রাণ কার্যক্রমের বিবরণ তুলে ধরা হলে মতবিনিময় সভায় সারজিস আলম বলেন, ‘আমরা অতিদ্রুত কওমী মাদরাসার শিক্ষার্থৗদের এই দাবির বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ।’ এই মতবিনিময়ে কওমী মাদ্রাসার প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মুহাম্মদ তোফায়েল আহমাদ, সাদ হুসাইন, মোস্তফা হুসাইন, নোমান, আরশাদ হুসাইন এবং রবিউল ইসলামসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মাদ্রাসার শিক্ষার্থীরা।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান