, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমুর বক্তব্য নাকচ করে দিলেন ওবায়দুল কাদের

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৩ ১০:৪৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৩ ১০:৪৮:২৯ পূর্বাহ্ন
আমুর বক্তব্য নাকচ করে দিলেন ওবায়দুল কাদের
‘প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে’- ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর এমন বক্তব্য নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কোনো সিদ্ধান্ত আওয়ামী লীগ এখনও নেয়নি। আর জাতিসংঘ মধ্যস্থতা করবে এমন রাজনৈতিক সঙ্কট দেশে হয়নি। কোনো বিদেশি নয়, প্রয়োজনে রাজনৈতিক দলগুলো নিজেরা বসেই আলোচনা করবো। 

আজ বুধবার সকালে ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে তিনি এসব মন্তব্য করেন।  জাতিসংঘ কেন মধ্যস্থতা করতে যাবে- প্রশ্ন করে তিনি বলেন, আমাদের দেশে এমন কোনো রাজনৈতিক সঙ্কট হয়নি যে জাতিসংঘের এখানে ইন্টারফেয়ার করতে হবে। জাতিসংঘ মধ্যস্থতা করবে এই রকম কোনো সঙ্কট স্বাধীন বাংলাদেশে হয়নি।

মন্ত্রী বলেন, আমাদের গণতন্ত্র এখন অনেক পরিপূর্ণ হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে চলছে। কাজেই এখানে বাইরের কোনো মধ্যস্থতা, বাইরের কোনো হস্তক্ষেপের দরকার নেই। আমাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করব। সময় বলে দেবে কখন কি হবে। আপাতত আলাপ-আলোচনার কোনো সিদ্ধান্ত হয়নি।
 
তিনি আরও বলেন, যারা আমাদের নেতাকে হত্যার হুমকি দিচ্ছে, তোদের সঙ্গে কী কথা বলবো? বিভিন্ন জায়গায় নালিশ করে এখন তাদের অর্জন ঘোড়ার ডিম। এ সময় কাদের বলেন, বঙ্গবন্ধুর ছয় দফাই ছিলো বাঙালি জাতির মুক্তির সোপান, যার ধারাবাহিকতায় এসেছিলো স্বাধীনতা।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা