, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সাধারণ আনসার সদস্যদের কাজে যোগ দেয়ার নির্দেশ

  • আপলোড সময় : ০১-০৯-২০২৪ ০৫:০৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৪ ০৫:০৯:১০ অপরাহ্ন
সাধারণ আনসার সদস্যদের কাজে যোগ দেয়ার নির্দেশ
এবার সাধারণ আনসার সদস্যদের অনতিবিলম্বে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাধারণ আনসার সদস্যদের দাবি-দাওয়ার বিষয়ে আন্দোলনকারীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, আগস্টে চাকরি স্থায়ীর দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ আনসার সদস্যরা। গত ২২ আগস্ট তিনদিনের কর্মবিরতি ঘোষণা করে তারা। এছাড়া, হযরত শাহজালাল বিমানবন্দর, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ও বিভিন্ন হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরাও কর্মবিরতি পালন করে।

এক পর্যায়ে গত ২৫ আগস্ট দিনভর সচিবালয় ঘেরাও করে রাখেন আনসার সদস্যরা। একপর্যায়ে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীসহ শতাধিক আহত হয়। এরপর আনসার সদস্যদের নামে রাজধানীর বিভিন্ন থানার মামলা হয়।

পরদিন ২৬ আগস্ট রাজধানীর সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ ও রাষ্ট্রীয় কাজে বাধার অভিযোগে গ্রেফতার ৩৭৫ আনসার সদস্যকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম কোর্ট) হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস

ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস