, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৫

  • আপলোড সময় : ০১-০৯-২০২৪ ০৩:৪৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৪ ০৩:৪৭:৩৬ অপরাহ্ন
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৫
এবার গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

আজ রোববার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা ভাঙ্গা হাইওয়ে পুলিশের দায়িত্বরত এসআই আব্দুল্লাহ হেল বাকী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নিহতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। তার হলেন, খুলনার সামাদ আলি (৪০), তানিয়া আফরোজ (৩৫), সাকিবুর রহমান, ও গোপালগঞ্জ সদর উপজেলা পাইককান্দি ইউনিয়নের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪)।
 
এদিকে কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা বলেন, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে নারীসহ ৫ জন নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই আব্দুল্লাহ হেল বাকী বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইমাদ পরিবহনের গাড়িটি সড়কের পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসের পাঁচ যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

আহত হন অন্তত ২০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন। মারাত্মক আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা