, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ওমান থেকে কয়লাবাহী ৭৭ জাহাজ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে, এটি মিথ্যা ও বিভ্রান্তকর: মন্ত্রণালয়

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৩ ১০:৩১:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৩ ১০:৩১:৪৯ পূর্বাহ্ন
ওমান থেকে কয়লাবাহী ৭৭ জাহাজ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে, এটি মিথ্যা ও বিভ্রান্তকর: মন্ত্রণালয়
এবার ‘বিদ্যুৎ সংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ৮৫ লাখ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।’ 

সম্প্রতি এমন একটি খবর সামাজিক যোগাযোগ  মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ধরনের খবর শতভাগ মিথ্যা বা বিভ্রান্তিকর বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার ৬ জুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়। এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়েছে। এমন খবরের কোন সত্যতা নেই বলেও উল্লেখ করা হয়।
 
এছাড়াও বলা হয়, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে। আগামী ২৪ জুন তা পৌঁছাবে বিদ্যুৎ কেন্দ্রে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস