, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


এবার বাফুফে থেকে সালাউদ্দিনকে হটাতে সাবেক ফুটবলারদের আল্টিমেটাম

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০৪:৫২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০৪:৫২:৪৭ অপরাহ্ন
এবার বাফুফে থেকে সালাউদ্দিনকে হটাতে সাবেক ফুটবলারদের আল্টিমেটাম
এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে সভাপতির পদ থেকে কাজী সালাউদ্দিনকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাবেক জাতীয় ফুটবলার ও সংগঠকরা। নইলে ক্রীড়াঙ্গনে সালাউদ্দিনকে অবাঞ্চিত ঘোষণা করা হবে হুঁশিয়ারি তাদের। 

আজ শনিবার (৩১ আগস্ট) সকালে মতিঝিলে বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেন আমিনুলহ হক, সাব্বির, আলফাজ, কাননসহ জাতীয় দলের সাবেক ফুটবলাররা। বিভিন্ন ব্যানার ও প্লাকার্ড নিয়ে তাদের সাথে প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক ও ফুটবল সমর্থকরা।  কাজী সালাউদ্দিন ও তার পরিষদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন তারা। 

এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ অ্যথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আবদুস সালাম সালাউদ্দিনকে দ্রুত পদত্যাগের আহ্বান জানান। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক বলেন দুর্নিতির দায়ে অভিযুক্ত বাফুফে সভাপতি। 

গত ১৬ বছরে ব্যর্থতার দায়ে ফিফার নিয়ম মেনে নিজে থেকেই তার সরে যাওয়া উচিত। দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় অক্টোবরে বাফুফের নির্বাচনকে আরো পিছিয়ে দিতে ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে ফিফার স্মরণাপন্ন হওয়ার কথাও বলেন তারা।
ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস

ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস