, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


যুক্তরাষ্ট্রে লাইব্রেরিতে বন্যার পানি, নষ্ট ১১৯ কোটি টাকা মূল্যের বই

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০২:৪৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০২:৪৬:৪৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে লাইব্রেরিতে বন্যার পানি, নষ্ট ১১৯ কোটি টাকা মূল্যের বই
এবার বন্যার কারণে বাংলাদেশের বহু জেলা এখন-ও পানির নীচে। প্রাণহানির সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ-ও ব্যাপক। ঠিক তেমনি, সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্থ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট-ও।

সম্প্রতি, বন্যায় ক্ষতিগ্রস্থ স্মিথ টাউন লাইব্রেরির সিসিটিভি ভিডিও প্রকাশ করে দেশটির গণমাধ্যম সিএনএন নিউজ। ফুটেজে দেখা যায়, হঠাৎ করে প্রচুর পরিমাণে পানি লাইব্রেরির দেয়াল ভেঙে ঢুকে পড়ে। পানি লাইব্রেরির নীচের স্তর বাথটাবের মতন প্রবেশ করতে থাকে।

এদিকে লাইব্রেরির কর্মকর্তারা বলছেন যে এই ঘটনায় অমূল্য ঐতিহাসিক নথিসহ প্রায় ১০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। যা বাংলাদেশি টাকায় ১১৯ কোটি টাকার-ও বেশি।

প্রচন্ড বৃষ্টিপাতের সাথে ঝড়ের কারণে সৃষ্টি হয় এই বন্যা। পানি শহরের যেখান দিয়েই প্রবেশ করেছে, সব কিছু গিলে ফেলেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস

ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস