, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অবশেষে প্রধান উপদেষ্টার ডাক পেল জাতীয় পার্টি

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০২:০০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০২:০০:৫২ অপরাহ্ন
অবশেষে প্রধান উপদেষ্টার ডাক পেল জাতীয় পার্টি
এবার প্রথম দফার বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক না পেয়ে মুষড়ে পড়েছিল সদ্য বিলুপ্ত সংসদের বিরোধীদল জাতীয় পার্টি। তবে দ্বিতীয় দফার বৈঠকে (৩১ আগস্ট) ডাক পেয়েছে বলে নিশ্চিত করেছে দলটির প্রেস উইং।

আজ শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দলটির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। বিকেল থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারই অংশ হিসেবে জাপা নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
বিজ্ঞাপন

এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট সেনা প্রধানের বৈঠক ও রাষ্ট্রপতির বৈঠকে ডাক পাওয়ায় বেশ উৎফুল্ল ছিল জাতীয় পার্টি। এমনকি কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও চেয়ারম্যানের কার্যালয় ভাঙচুর ও লুটপাটের পরও ছিল বেশ চাঙ্গা। শেখ হাসিনা সরকারের পতনেই দিনেই তাদের দুই প্রধান কার্যালয় আক্রান্ত হলেও তারা বিষয়টি চেপে গিয়েছিলেন।

এদিকে নাম ঘোষণা হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দনও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। কিন্তু ১২ আগস্ট বিএনপি-জামায়াত এবং ছোট ছোট রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেও ডাক পায়নি জাপা। জনশ্রুতি রয়েছে জাতীয় পার্টির পক্ষ থেকে অনেক দেনদরবারও করা হয় বৈঠকের জন্য। তবে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাড়া না পেয়ে মুষড়ে পড়েছিলেন দলটির নেতারা। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস