এবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম! নামটা এরপর থেকে আর হয়তো এভাবে শুনতে পাবেন না। আগামী পাঁচ বছর লাহোরের এই স্টেডিয়ামের নামের সঙ্গে জড়িয়ে যেতে পারে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম। পাকিস্তানের বিখ্যাত এই স্টেডিয়ামের নামকরণের স্বত্ত্ব যে পাঁচ বছরের জন্য বিক্রি হয়ে গেছে! দামটাও অনেক – পাকিস্তানি রুপিতে ১০০ কোটি। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৪২ কোটি ৮১ লাখ টাকারও বেশি।
এদিকে পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তানের খবর, গাদ্দাফি স্টেডিয়ামের নামকরণের স্বত্ত্বটা বিক্রি করা হয়েছে পাঞ্জাবভিত্তিক একটা ব্যাংকের কাছে। পাকিস্তানে স্টেডিয়ামের নামকরণের স্বত্ত্ব বিক্রি অবশ্য নতুন কোনো ঘটনা নয়। এর আগে ২০২২ সালে করাচির ন্যাশনাল স্টেডিয়ামের নামকরণ স্বত্ত্বও পাঁচ বছরের জন্য বিক্রি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তখন এর বিনিময়ে তারা পেয়েছিল ৪৫ কোটি রূপি!
এবার গাদ্দাফি স্টেডিয়ামের স্বত্ত্ব বিক্রি হলো তার আড়াই গুণ বেশি দামে। হঠাৎ এভাবে গাদ্দাফি স্টেডিয়ামের নামকরণ স্বত্ত্ব বিক্রি কেন করছে পাকিস্তান? টাকার জন্য করছে, সেটা বুঝতে তো আইনস্টাইন হওয়ার দরকার পড়ে না। পাকিস্তানের এই অর্থের দরকার পড়ছে, কারণ তারা আগামী বছর হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে স্টেডিয়ামের সংস্কারে কোটি কোটি রূপি খরচ করছে। এই খরচের কিছু অংশই মেটানো হচ্ছে নামকরণের স্বত্ত্ব বিক্রি করে।
এদিকে নামকরণের স্বত্ত্ব বিক্রি করায় এখন গাদ্দাফি স্টেডিয়ামের নামের সঙ্গে পাঞ্জাবভিত্তিক ওই ব্যাংকের নাম জড়িয়ে যাবে বলে ধরে নেওয়া যায়। এর আগে করাচি ন্যাশনাল স্টেডিয়ামের নামকরণের স্বত্ত্ব পাকিস্তান বোর্ড বিক্রি করেছিল সে দেশের ন্যাশনাল ব্যাংকের কাছে। এরপর থেকে স্টেডিয়ামটির নাম হয়ে যায় ন্যাশনাল ব্যাংক ক্রিকেট অ্যারেনা।