, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সাবেক জনপ্রশাসনমন্ত্রীর আত্মীয়ের বাড়িতে মিলল বিপুল সরকারি মালামাল

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৪ ১২:৫৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৪ ১২:৫৩:৪০ অপরাহ্ন
সাবেক জনপ্রশাসনমন্ত্রীর আত্মীয়ের বাড়িতে মিলল বিপুল সরকারি মালামাল
এবার মেহেরপুর শহরের ক্যাশ্যবপাড়ার সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্বজন সাজহান সিরাজ দোলনের ভাড়া করা বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ক্রীড়া সামগ্রী, সেলাইমেশিন, হুইল চেয়ার, চিকিৎসকের অ্যাপ্রোন, পিপি, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, শিক্ষার্থীদের টিফন বক্সসহ নানা মালামাল। প্রতিটি জিনিসের গায়ে লেখা রয়েছে বিক্রয়ের জন্য নয়।

গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল।

এদিকে বাড়ির মালিক সুরমান আলী জানান, এক বছর আগে দুইতলা বাড়ির নিচতলার তিনটি কক্ষসহ ডাইনিংরুম ভাড়া নেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ফুপাতো ভাই সাজহান সিরাজ দোলন। মাসে ভাড়া প্রদান করতেন ৬ হাজার টাকা। এখানে সরকারি সব মালামাল রাখতেন তিনি। মাঝে মধ্যেই এখান থেকে মালামাল বের করে নিয়ে যান। এর বেশি কিছু তিনি জানতেন না। এ মালামালগুলো কি করা হবে তা-ও তার জানা নেই।

সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি গাজী মূয়ীদুর রহমান জানান, ক্যাশবপাড়ার সুরমান আলীর বাড়ির নিচতলায় সরকারি মালামাল রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযানে যায় সদর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল। তখন বাড়িতে তালা লাগান ছিল। বাড়ির মালিকের সহায়তায় দুটি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনী ও পুলিশের দলটি। বাড়ির তিনটি কক্ষে মেলে প্লাস্টিকের অসংখ্য বস্তা। বস্তা খুলে দেখা মেলে আল-কোরআন, ক্রীড়া সামগ্রী, সেলাইমেশিন, হুইল চেয়ার, চিকিৎসকের অ্যাপ্রোন, পিপি, শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, শিক্ষার্থীদের টিফি
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা