এবার জুলুম–অত্যাচার করলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে বলে মন্তব করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েব আমীর অধ্যাপক মুজিবুর রহমান। জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া ও তাদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথি ছিলেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েব আমীর বলেন, ‘আন্দোলনে নিহত ও আহতদের পাশে দাড়ানোর চেষ্টা করার সময় ভারত হঠাৎ করে গেট খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে লাখ লাখ মানুষ দুর্ভোগে পড়েছে। প্রতিবেশী রাষ্ট্রকে আমরা বলতে চাই- তাদের সঙ্গে আমরা প্রতিবেশী সুলভ বসবাস করতে চাই। আমরা ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে বসবাস করতে চাই। জুলুম করলে, অত্যাচার করলে– ইতিহাস স্বাক্ষী অনেক বড় বড় রাষ্ট্র টুকরো টুকরো, খান খান হয়ে গেছে। ভারতও খান খান হয়ে যাবে, ইনশাআল্লাহ।’
এ সময় অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, ‘অনেকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানালেও এই প্রশাসন রেখে ভালো নির্বাচন সম্ভব নয়। তাই প্রশাসনকে ঢেলে সাজিয়ে যৌক্তিক সময়ে নির্বাচন উপহার দেওয়া উচিত। নির্বাচনের মান একই রকম থাকলে তার প্রয়োজন নেই।’
এছাড়াও জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েব আমীর অধ্যাপক মুজিবুর রহমান আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগ করেন। অনুষ্ঠানে জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ডা. সামিউল হক ফারুকী, জামালপুর জেলার ভারপ্রাপ্ত জেলা আমীর অধ্যাপক মাওলানা মো. খলিলুর রহমানসহ দলীয় নেতা ও নিহতদের স্বজনেরা বক্তব্য রাখেন।