, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সরকারি অর্থ পুরস্কার বন্যা দুর্গতদের দেবে সাফজয়ীরা

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৪ ০৯:৫৫:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৪ ০৯:৫৫:১৮ পূর্বাহ্ন
সরকারি অর্থ পুরস্কার বন্যা দুর্গতদের দেবে সাফজয়ীরা
এবার নেপালকে ওদের মাটিতে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ এর শিরোপা জিতেছে বাংলাদেশ। বয়সভিত্তিক ফুটবলের এই ক্যাটাগরিতে এর আগে আর কখনো শিরোপা জেতেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তাই এবারের এই অর্জনে উদযাপনটাও চলছে বেশ।
 
এদিকে সাফ শিরোপা জিতে গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দেশে ফিরেছে অনূর্ধ্ব-২০ দল। দেশে ফেরার পরপরই জাতীয় ক্রীড়া পরিষদ কার্যালয়ে নিয়ে যান তারা। সেখানে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
 
এ সময় সৌজন্য সাক্ষাতের পর যুব দলের সবাইকে ২৫ হাজার টাকার আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণা দেন আসিফ মাহমুদ। তবে এই পরপরই সাফ চ্যাম্পিয়ন দলের কোচ মারুফ উপদেষ্টাকে সম্মান জানিয়ে এই অর্থ বন্যা দুর্গতদের প্রদানের অনুরোধ জানান।
 
মারুফ বলেন, ‘আপনি যে সম্মান দিয়েছেন তাতেই আমরা কৃতজ্ঞ। বর্তমান পরিস্থিতিতে দলের সবার সম্মতিতে এই অর্থ বন্যা দুর্গতদের প্রদানের জন্য দেওয়া হলো।’ গতকাল (২৯ আগস্ট) নেপালের ললিতপুর আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের ৪-১ গোলে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে শিরোপা উৎসর্গ করেন কোচ মারুফ। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস