এবার টানা ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে ভারতের গুজরাট রাজ্যের অনেক এলাকা। এই বন্যায় এখনও পর্যন্ত কমপক্ষে ২৯ জন প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত ১৮ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
গত রোববার থেকে শুরু হয় টানা বৃষ্টি। রাজ্যটিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের ১০৫ শতাংশ হয়েছে গত কয়েকদিনে। বিপৎসীমা পার করেছে ১৪০টি রিজার্ভার ও বাধের পানি। অজোয়া ও প্রতাপুরা রিজার্ভের পানি ছেড়ে দেয়ায় তা পড়েছে বিশ্বমিত্রি নদীতে। তলিয়েছে আশপাশের গ্রাম ও শহরগুলো।
১০ থেকে ১২ ফুট পানির নিচে বিভিন্ন এলাকা। ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘর। অনেকেই আশ্রয় নিয়েছে ছাদে। আরও দু’দিন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। উদ্ধার ও ত্রান তৎপরতায় জরুরি বিভাগের পাশাপাশি কাজ করছে সেনা, বিমানবাহিনী ও কোস্ট গার্ড।
গতকাল বুধবার সকালেই বন্যা পরিস্থিতি নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকমের সাহায্যের আশ্বাস দেন তিনি।