, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাকিবের পাশে থাকায় বিসিবিকে রকিবুলের ‘স্যালুট’

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ০৫:৪১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ০৫:৪১:৫৮ অপরাহ্ন
সাকিবের পাশে থাকায় বিসিবিকে রকিবুলের ‘স্যালুট’
এবার সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইনি নোটিশের জবাবে বিসিবি সংশ্লিষ্ট পক্ষকে জানিয়েছে দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত সাকিব খেলা চালিয়ে যাবেন। মামলা সংক্রান্ত বিষয়ে প্রয়োজন হলে আইনি সহযোগিতা দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ। দেশসেরা ক্রিকেটারের পাশে থাকায় বিসিবিকে ‘স্যালুট’ জানালেন সাবেক টাইগার অধিনায়ক ও ম্যাচ রেফারি রকিবুল হাসান।

আজ বুধবার মিরপুরের বিসিবি কার্যালয়ে সাকিব ইস্যুতে এক প্রশ্নের জবাবে রকিবুল বলেন, ‘অবশ্যই আমি ক্রিকেটার হিসেবে সাকিবের পাশে থাকবো। এজন্যই থাকবো, মামলা হতেই পারে। হওয়া মানেই এটা ম্যাটার করে না যে আমি অপরাধী। ক্রিকেট বোর্ড তার পাশে দাঁড়িয়েছে। আমি স্যালুট করি নতুন কমিটিকে তারা বলেছে দরকার হলে আইনগত সহায়তাও দেবে।’

সাকিব ক্রিকেটার হওয়ার পাশাপাশি ছিলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য। ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও সংসদ সদস্যের নামে হয়েছে হত্যা মামলা। যার মধ্যে পড়েছে সাকিবের নামও।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর