, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কাশিমপুর কারাগারে দুই কয়েদির মারামারি, প্রাণ গেল ১ জনের

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ০৫:১৫:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ০৫:১৫:১১ অপরাহ্ন
কাশিমপুর কারাগারে দুই কয়েদির মারামারি, প্রাণ গেল ১ জনের
এবার কাশিমপুর কারাগারে দুই কয়েদির মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন মো. হান্নান মিয়া (৪১)। আজ বুধবার (২৮ আগস্ট) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে গুরুতর আহত অবস্থায় হান্নান মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে নিয়ে আসা কারারক্ষী আব্দুর রহিম জানান, আজ সকালে কাশিমপুর কারাগারে মানসিক ওয়ার্ডে দুই কয়েদি মারামারি হয়। এতে আব্দুল হান্নান মাথায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন মেডিকেলে কলেজে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত কয়েদি হিসেবে কারাবন্দি ছিলেন। কয়েদি কয়েদি নং- ৪০৫০/এ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু