, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সরকারি চাকরি থেকে ২০ শিক্ষককে অব্যাহতি

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ০১:১০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ০১:১০:০২ অপরাহ্ন
সরকারি চাকরি থেকে ২০ শিক্ষককে অব্যাহতি
এবার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজনকে ব্যক্তিগত কারণে এবং ১৩ জনের অন্য জায়গায় চাকরি হওয়ায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। ওই অফিস আদেশে বলা হয়েছে, বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী এসব শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে, শিক্ষকেরা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদন করায় চাকরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ না হওয়ায় কোনো আর্থিক (পেনশন, আনুতোষিক) ও অনার্থিক সুযোগ-সুবিধা পাবেন না।
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা