, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ অবরোধ করেছে রিকশাওয়ালারা

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৪ ১১:৪২:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৪ ১১:৪২:০২ পূর্বাহ্ন
অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ অবরোধ করেছে রিকশাওয়ালারা
এবার অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন প্যাডেল রিকশাচালকরা। আজ সোমবার (২৬ আগস্ট) শাহবাগ ও আসাদ এভিনিউ অবরোধ করেছে প্যাডেল চালিত রিকশাওয়ালারা।
 
এ সময় তারা অটোরিকশা বন্ধের দাবিতে ‘চলবে না চলবে না-অটোরিকশা চলবে না’, ‘অবৈধ অটোরিকশা-চলতে দেয়া হবে না’, ‘বাংলাদেশে বৈষম্য-মানি না মানবো না’সহ নানা স্লোগান দেন।
 
এদিকে আসাদদুল্লাহ নামে এক রিকশাচালক বলেন, অটোরিকশার কারণে আমরা পর্যাপ্ত যাত্রী পাই না। এখন সব জায়গায় অটোরিকশা চলে, কেউ কিছু বলে না। ভাড়া না পেলে আমাদের পেট চলবে কীভাবে? 

এ সময় মামুন মিয়া নামে আরেক রিকশাচালক বলেন, এর আগে এলাকার গলিতে গলিতে অটোরিকশা চলতো, কিন্তু এখন তার প্রধান সড়কে অটোরিকশা চালায়। কোনো নিয়ম কানুন মানছে না। এর ফলে আমরা কোনো যাত্রী পাই না। যাত্রী না পেলে বউ, ছেলে-মেয়ে নিয়ে সংসার কিভাবে চালাবো?
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা