, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সর্বস্তরের জনগণের ত্রাণসামগ্রীতে ঢাবির জিমনেশিয়ামে ‘তিল ঠাঁই নেই’

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৪ ০৫:৪৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৪ ০৫:৪৬:৪৮ অপরাহ্ন
সর্বস্তরের জনগণের ত্রাণসামগ্রীতে ঢাবির জিমনেশিয়ামে ‘তিল ঠাঁই নেই’
এবার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেশিয়ামে চলছে গণত্রাণ কর্মসূচি। প্রতিদিন সকাল থেকে অসংখ্য মানুষ ত্রাণসামগ্রী নিয়ে আসছেন। এতে করে ক্রমেই জিমনেশিয়ামে যেন ত্রাণসামগ্রী রাখার ‘তিল ঠাঁই নাই’।

আজ রোববার (২৫ আগস্ট) সরেজমিনে ঢাবির জিমনেশিয়ামে গেলে দেখা যায়, প্রতি মুহূর্তেই ত্রাণ সাহায্য নিয়ে আসছেন কেউ না কেউ। কাপড়, খাবার, ওষুধ, স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন সাহায্য নিয়ে আসা হচ্ছে।

এদিকে রাজধানীর খিলগাঁও থেকে আসা তাহমিনা চৌধুরী বলেন, আমি বানভাসিদের জন্য কাপড় ও খাবার নিয়ে এসেছি। দুর্যোগের এ সময়ে তাদের জন্য কিছু করতে পারা একটা মানবিক দায়িত্বের মধ্যে পড়ে।
 
এ সময় ধানমন্ডি থেকে আসা মারিয়া তাবাসসুম বলেন, বন্যাকবলিত মানুষরা নানাবিধ অসুখে পড়ছেন। বিশেষত নারীরা চরমভাবে স্যানিটারি প্যাডের সংকটে আছেন। সে কষ্ট লাঘবে আমরা চেষ্টা করেছি কিছু ওষুধ ও প্যাড পাঠানোর।
 
এদিকে, জনসাধারণের পাশাপাশি বিভিন্ন কোম্পানি, এনজিও, বেসরকারি সংস্থা থেকেও ত্রাণের সাহায্য আসছে। বানভাসিদের জন্য আসা এসব ত্রাণসামগ্রীতে ইতোমধ্যেই ভরে গেছে জিমনেসিয়ামে জায়গা। পরবর্তী সময়ে ত্রাণসামগ্রী কোথায় রাখা হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়নি। 
তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা