এবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে বিধ্বস্ত করে ঐতিহাসিক টেস্ট জিতে নিয়েছে বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন এক বাংলাদেশ পেয়েছে দেশের মানুষ। ওই আন্দোলনে প্রাণ হারিয়েছেন অনেকে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরই পাকিস্তান সফরে যায় বাংলাদেশ। যাওয়ার আগে পরিবর্তনের অঙ্গীকার করেছিলেন টাইগাররা। তারই প্রতিফলন দেখালেন এই জয়ের মধ্যদিয়ে। তাই এই জয় নিহতদের উৎসর্গ করেছেন জাতীয় দলের অধিনায়ক শান্ত।
এদিকে ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের জয় নিহতদের প্রতি উৎসর্গের ঘোষণা দেন অধিনায়ক। এর আগে টেস্ট শুরুর আগে তিনি জানিয়েছিলেন, একটা খারাপ পরিস্থিতি পার করেছে দেশ। অনেকে প্রাণ হারিয়েছেন। পাকিস্তানে ম্যাচ জিতে দেশের মানুষের ওই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে চান তারা।
টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে গিয়ে নাজমুল সবার আগে স্মরণ করেন গণঅভ্যুত্থানে নিহতদের। মাইক্রোফোন হাতে নিয়েই বাংলায় বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, আমাদের এই জয়টা তাদের উৎসর্গ করছি। তাদের জন্য অনেক অনেক দোয়া।
রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজের প্রথম এই ম্যাচে জয়ের জন্য ৩০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। কোন উইকেট না হারিয়ে ওই রান তুলে ফেলেছে সফরকারী বাংলাদেশ দল। এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান তোলে।
জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৬৫ রান তোলে। ১১৭ রানের লিড তুলে নেয় হাথুরুসিংহের শিষ্যরা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে দ্বিতীয় ইনিংসে সাকিব তিনটি ও মিরাজ চার উইকেট তুলে নেন। মুশফিক প্রথম ইনিংসে খেলেন ১৯১ রানের ইনিংস।